লালমনিরহাট প্রতিনিধিঃ
২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেট হামলার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবীতে লালমনিরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম ভোলা পাটোয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন বক্তব্য দেন।
জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।