কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

লালমনিরহাটে তালুক খুটামারা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) অফিসে চলতি সপ্তাহে কম্প্রিহেনসিভ ভিলেজ ডেভলপমেন্ট প্রোগ্রাম ( সিভিডিপি) তৃতীয় পর্যায়ের ৬০ দিনব্যাপী আইজিএ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৬০ দিনব্যাপী ০৪ টি ট্রেডে ০৩ টি প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে ইএসডিও এর মাধ্যমে সিভিডিপি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক ডক্টর মোঃ আলফাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রকল্প পরিচালক মোঃ নুর কুতুবুল আলম এবং ইএসডিও এর এপিসি’র ইআইটি’র অধ্যক্ষ শাহরিয়ার মাহমুদ। কোর্স সমাপনী অনুষ্ঠানে সকল প্রশিক্ষনার্থী স্থানীয় সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *