এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় আজাহারুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ওই ব্যারাজের ১৩ নম্বর গেটে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত আজাহারুল পার্শ্ববর্তী নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মতিরবাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে।
গত রোববার তিন বন্ধুসহ তিস্তা নদীতে সাঁতার দিয়ে মাছ ধরতে যাচ্ছিল নিহত আজাহারুল। অপর দুই বন্ধু সাঁতরে কিনারায় উঠতে পারলেও আজাহারুল মাঝ নদীতে ডুবে যায়। ঘটনার তিন দিন পর মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারাজের ১৩ নং গেটে একটি লাশ আটকে থাকা দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *