লালমনিরহাট প্রতিনিধি :
জেলা শহরের বহুল আলোচিত শেখ শফিউদ্দিন কর্মাস কলেজের জোড় পুর্বক নাম পরিবর্তন ও প্রতিষ্ঠাতার নাম বাতিলের ঘটনায় দায়ের করা রিট পিটিশনের যুগান্তকারী রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট। কলেজের প্রতিষ্ঠাতা মো: গোলাম ফারুকের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো : খোশরুজ্জামান ও মোঃ মাহমুদ হাসান তালুকদার এর বেঞ্চে গত ২৩/১১/২০২০ ইং তারিখে এ রায় প্রদান করেন। রায়ে বলেছেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদে কলেজটির নাম পরিবর্তন করার অভিযোগ এবং আবেদনকারীকে জোড় করে আটকাতে বাধা দেয়ার অভিযোগ সম্পর্কিত ১২/৮/২০২০ ইং তারিখের আবেদনটি নিষ্পত্তি করার জন্য নির্দেশনা চেয়েছেন। ৩-নং আদেশ প্রাপ্তির তারিখ থেকে যথাযত সময়ের মধ্যে আবেদনকারী কর্তৃক তার নিকট দাখিল করা রিট পিটিশন-এ-এর তারিখ ১২/৮/২০২০ তারিখের আবেদনটি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এটি পরিষ্কার করে দেয়া উচিত যে উত্তর দাতা নং-৩ আইন অনুসারে যে কোন উপায়ে উক্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বাধীন হবে। উক্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় স্বাধীনতা খরচ হিসাবে কোন আদেশ নেই। এতে প্রতীয়মান হয় যে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী উক্ত কলেজটি পুর্বের নামে (লালমনিরহাট বহু ভাষী সাঁট লিপি এম এম কলেজ) বহালসহ প্রতিষ্ঠাতার আবেদন গ্রহন যোগ্য বলে গন্য হবে