লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে পরিবার ভিত্তিক মানবিক সহায়তা কার্ডের তালিকা প্রস্তুতকরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন ওই ইউনিয়নের সদস্যবৃন্দ।
অভিযোগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার ৫নং হারাটি ইউনিয়নে দুর্যোগকালীন পরিবার ভিত্তিক মানবিক সহায়তার ১হাজার ৬শত ৬০টি কার্ড বরাদ্দ দেয়া হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য ও সংশ্লিষ্ট ৩জন নারী সদস্যাসহ মোট ১২জনকে ৪৬টি করে কার্ড বরাদ্দ পায়। ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের নির্দেশে ওই ১২জন সদস্য তাদের নিজ নিজ ওয়ার্ডের ৪৬জনের ভোটার কার্ড ইউনিয়ন সচিব সিরাজুল হকের কাছে জমা দেন। পরে নিয়ম বহির্ভূতভাবে চেয়ারম্যান ও সচিব মিলে ওই ০৫জন সদস্যের ওয়ার্ড ভিত্তিক নাম বাতিল করে পছন্দ মতো নিজস্ব লোকজনের নাম দিয়ে তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়। এতে বঞ্চিত হয় প্রকৃত উপকারভোগী।
এ ব্যাপারে ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য শাহিনুর রহমান সরকার জানান, আমাদের দেয়া প্রকৃত উপকারভোগীদের নামের তালিকা বাদ দিয়ে চেয়ারম্যানের নিজস্ব লোকজনের নাম দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে। যে তালিকায় রয়েছে অনেক বিত্তবানদের নাম।
ওই ইনিয়নের ৪.৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্যা ফরিদার বেগম বলেন, চেয়ারম্যানের নির্দেশে প্রকৃত উপকারভোগীর নামের ভোটার কার্ড ইউপি সচিবের কাছে জমা দেই। কিন্তু কৌশলে চেয়ারম্যান ও সচিব ওই নাম বাদ দিয়ে তালিকায় তাদের নিজস্ব লোকজনের নাম দিয়েছে। এতে কর্মহীন গরীব মানুষরা সুবিধা থেকে বঞ্চিত হবে।
এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যার রফিকুল ইসলাম রফিক বলেন, নামের তালিকা করেছে ইউনিয়নের সচিব। এ ব্যাপারে তিনিই ভালো জানেন। তবে এ ব্যাপারে ইউপি সচিব সিরাজুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় সাংবাদিকদের বলেন,হারাটি ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিযোগ পেয়েছি।তিনি আরও বলেন,রেজুলেশনের ভিত্তিতে তালিকা নিয়েছি তবে চেয়ারম্যান তালিকা পরিবর্তন করেছে কি না তা খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *