কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস:: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনের বহুল আলোচিত সুনামধন্য হোটেল সী কুইন। এই হোটেলটি ষ্টেশনের উত্তর পার্শ্বে আহমদ মেম্বার বিল্ডিং এর নীচ তলায় অবস্থিত। এই হোটেলটির মালিক পুরাতন থানা এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব হাজী জিয়াউল হক এর সন্তান শহীদুল হক আজ থেকে ২৫/৩০ বছর পূর্বে গড়ে তোলেন। এই হোটেলের একটি সুনাম রয়েছে। কিন্তু শহিদুল হক জানান গত রবিবার দিবাগত রাতে কি আক্রোশ নিয়ে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে আহমদ মেম্বারের পুত্র (১) মোঃ রশিদ আহমদ ও তার ছোট ভাই (২) রফিক আহমেদ ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে হেলমেট পরিহিত অবস্থায় অস্ত্রশস্ত্র নিয়ে তার বিসমিল্লাহ মেডিসিন হল ও সি কুইন হোটেলে হামলা চালায়। এমতাবস্থায় ১৯ লক্ষ টাকার মালামাল তারা লুট করে নিয়ে গেছেন বলেও জানান তিনি। তিনি এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। ঐ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাব ইন্সপেক্টর (এসআই) আউয়াল তদন্ত পূর্বক ব্যবস্থা নেবেন বলে জানান। তদন্ত হওয়ার পর এ অবস্থা যারাই করুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমিরাবাদের ব্যবসায়ীরা জোরালে দাবী জানান। বর্তমানে রফিক ও রশিদের মোবাইল বন্ধ অবস্থায় পাওয়া গেছে।