কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
“চর চ্যারিটি ফর চেইঞ্জ” কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে ১০হাজার মাস্ক বিতরণ করা হয়েছে ুবিভিন্ন সংগঠনের মাধ্যমে।
বুধবার (৯সেপ্টেম্বর) সকালে “চর চ্যারিটি ফর চেইঞ্জ এর অর্থায়নে সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ “ছুটিরপাতা” পাঠক ফোরাম বাস্তবায়নে উলিপুর উপজেলার চৌমহনী বাজার এলাকার হাফিজিয়া মাদরাসার ছাত্রদের ও পথচারীদের মানুষের মাঝে বিনা মুল্যে ২ শত মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ছুটিরপাতা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলাম, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম সহ ছুটিরপাতা’র বিভিন্ন ফোরামের টিম লিডার ও সদস্যরা।এ দিকে জেলায় পথচারী ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে ১০ হাজার মাস্ক মানুষের মাঝে বিতরন করা হয়েছে ।
উল্লেখ্য, করোনার করাল গ্রাসের সূচনালগ্ন থেকেই কুড়িগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম বিপিএম এর মানবিক সংগঠন চর চ্যারিটি ফর চেইঞ্জ ফেসবুক গ্রুপের সদস্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, ঈদ উপহার প্যাকেজ,বানভাসীদের খাদ্য সহয়তা, ঈদে বানভাসি চরাঞ্চলের মানুষদের জন্য কুড়িগ্রামে জেলার বিভিন্ন চরে গরু কোরবানী করে মাংস বিতরণ , অসহায় মানুষকে সহায়তা করে আসছে এই সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সময় গ্রুপের সদস্যদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার প্রদান করে আসছেন।