এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
শপথ গ্রহণ করলেন দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
বৃহস্পতিবার (১৪জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় সদর দপ্তরে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইব্রাহিম খান, খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ জুন উপ-নির্বাচনে
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন চেয়ারম্যান নির্বাচিত হন।