এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে দিনাজপুরের খানসামায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আবু হাতেমের সভাপতিত্বে ও ইউএনও রাশিদা আক্তারের সঞ্চালনায় উপজেলা পরিষদের মাসিক সভা শেষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, ভাইস চেয়ারম্যান এ.টি.এম সুজাউদ্দীন লুহিন শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।