আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥
নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানধরে ওঠবস করানোর প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে রবিবার দুপুর ১২ টা থেকে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে সহকারি প্রধান শিক্ষক অরবিন্দু গোপের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, প্রধান শিক্ষক সানাউল আমিন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ, প্রধান শিক্ষক আবদুল কাদের, প্রধান শিক্ষক হাবিবুর রহমান আজাদ, প্রধান শিক্ষক সঞ্জীব চন্দ্র দেব,প্রভাষক নির্মল রায় চৌধুরী,সুপার জহিরুল ইসলাম,আবদুল কবির ঠাকুর,সহকারি শিক্ষক মোঃ আলমগীর মিয়া,নুরুল আলম,প্রশন্ত সরকার প্রমূখ। বক্তারা এসময় এ ঘটনায় জড়িতদের দ্রূত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।