মারুফ সরকার সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ফুটবল বিশ্বকাপের উম্মাদনা বাড়িয়ে তুলতে বাংলাদেশের ফুটবল প্রেমিরা ইতি মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছ। এরই মাঝে খুশির বার্তা নিয়ে ফুটবলভক্তদের মাঝে হাজির হয়েছেন আমির হামজা।
আমির হামজা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মতিক্রমে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রোমো তৈরি করছেন। প্রমোর কাজ প্রায় শেষের দিকে। মিউজক আর এডিটিং এর বাকি কাজ শেষ হলেই শীঘ্রই দেখা যাবে আমির হামজার সেই বিশ্বকাপ প্রোমোর প্রিমিয়ার-শো।
এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব ও সংগঠকগণ উপস্থিত থাকবেন।
আমির হামজা সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কৃতি সন্তান । তিনি দেশের সুনামধন্য বৈশাখী টেলিভশনের ক্যামেরাপার্সোন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়দের সোনালী স্মৃতিময় দিনের ছবি সংযুক্তিও থাকবে।
ফুটবলের প্রতি গভীর ভালোবাসা নিয়ে এই প্রমো তৈরী করেছেন আমির হামজা। প্রোমো তৈরিতে তাকে সহযোগিতা করায় আমির হামজা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন ও সাধারাণ সম্পাদক আবু নাইম সোহাগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তার এই ক্ষুদ্র কাজকে সন্মান জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমতি প্রদানের জন্য অনেক আনন্দিত আমির হামজা।
আমির হামজা মনে করেন, ফুটবলকে এগিয়ে নিতে হলে গভীরভাবে ভালবেসে প্রাক্তন খেলোয়াড়দের সন্মান ও শ্রদ্ধা করতে হবে। দেশের সোনালী দিনের ফুটবল ইতিহাসকে মনে করিয়ে দিতেই এমন উদ্যোগ হাতে নিয়েছেন তিনি।
আমির হামজার এই মহতী উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠন। বিশ্ব-ফুটবল যখন খেলার মাঠ কাঁপাতে ব্যস্ত থাকবে ঠিক তখনই প্রোমোর ছন্দে-তালে নেচে গেয়ে উল্লাস করবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা।