হীমেল মিত্র অপু রাজার হাট থেকে ।
কুড়িগ্রামে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে
(৬ আগস্ট) বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র বিশিষ্ট ক্রিয়ানুরাগী শেখ কামালের ৭১ তম জন্মদিবস উপলক্ষে উপজেলা চত্ত্বরে যুব উন্নয়ন কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিজামান,কৃষি কর্মকর্তা কামরুজ্জামান ও রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুন যদু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এর আগে রাজারহাট অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৯৯তম শাহাদাৎ বার্ষিকী সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে পালন করার লক্ষে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,কৃষি কর্মকর্তা কামরুজ্জামান,শিক্ষা অফিসার আশফুজ্জামান ও রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি সরকার অরুন যদু সহ অনেকেই।