মৃধা বেলাল, বিশেষ প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভসভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুর ২ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গভার মোরে গিয়ে শেষ হয়।উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সাইদ সরকারের নেতৃত্বে মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।পরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকারের সভাপতিত্বে বিক্ষোভসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার, যুবলীগ নেতা বিপ্লব সরকার প্রমুখ