এইচ,এম ইমরান, শৈলকুপা :
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাদলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শৈলকুপার হাকিমপুর ইউনিয়নবাসীর তত্তাবধায়নে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু এ টুর্নামেন্টের আয়োজন করেন। প্রধান অতিথি থেকে ফাইনাল খেলা উপভোগ করেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, শৈলকুপা থানার ওসি বজলুর রহমান, ওসি (তদন্ত) মহসীন হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমখ।
যশোর একাদশ ও খুলনা একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে যশোর একাদশ ৩-০ গোলে খুলনা একাদশকে হারিয়ে জয় ছিনিয়ে নেয়। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি এবং নগদ টাকা তুলে দেন এমপি আব্দুল হাই।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। এ ফাইনাল খেলায় উভয় টিমে নাইজেরিয়ান খেলোয়াড়রা অংশগ্রহন করায় খেলা দেখতে আশপাশ এলাকা থেকে আগত হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড় দেখা যায়।