এইচ এম ইমরান :
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাই করোনা আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ^াসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বাদশার সঞ্চালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সাব্দার হোসেন মোল্লা, স.ম রানাউজ্জামান বাদশা, নাসিরুল আলম খান, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ^াস ও সাধারণ সম্পাদক শাওন শিকদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরজ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, মাহামুদুল হাসান মামুন ও হেলাল উদ্দিন বিশ^াসসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমপি আব্দুল হাই এর আশু রোগমুক্তি কামনায় উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনগুলো পর্যায়ক্রমে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।