এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান এর বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের যোগদান অনুষ্ঠিত হয়। রবিবার রাতে শৈলকুপা সার্কেলের এএসপি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠিত হয়। এসময় শৈলকুপা থানার তদন্ত ওসি মহসীন হোসেন, কচুয়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শামসুজ্জোহা, শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এস আই রফিকুল ইসলাম, উত্তম কুমার, অমিত কুমার, শফিউর রহমান, শাখাওয়াত হোসেন, হাদিউজ্জামান, শিহাব উদ্দীন, ফারুক হোসেন, সামছুর রহমান, পলাশ কুমার ঘোষ, ফাল্গুনী অধিকারী, এএসআই শাহাবুদ্দিন পিপিএম, এসএম আব্দুল কুদ্দুস, সিদ্দিকুর রহমান, সেলিম রেজা, সাইফুর রহমান, মেহেদী হাসান, শফিউজ্জামান, রেজওয়ানুল হক, লালন মিয়াসহ সকল অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।