শৈলকুপা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় শৈলকুপায় বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের শুভ সূচনা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।