এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপায় দুই মাদক ব্যবসায়ীর ৭ মাসের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো, ভাটই উত্তরপাড়া গ্রামের আনসার আলীর পুত্র নায়েব আলী (৩৬) ও দক্ষিনপাড়া গ্রামের আতর আলীর পুত্র আবু বক্কর (৪৮)। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপার ভাটই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নায়েব আলী ও আবু বক্করকে ৯শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদ- প্রদান করা হয়। মাদক বিরোধী অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাহী জিএম শহীদুল ইসলাম, আজিজ খান, সাইদুল হক ও জেলা পুলিশ লাইনের ৩ সদস্য উপস্থিত ছিলেন।