এইচ, এম, ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি বাড়ীঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ ৩লক্ষ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধায় উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে।
জানা যায়, দলিলপুর গ্রামের মোস্তফার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মোস্তফার বাড়ীসহ পাশের আক্কাচ আলী, মকসেদ আলী, রস্তম আলী, বছির আহম্মেদ, মুন্নাফ, জিল্লুর রহমান ও নবুয়াতের ঘরসহ ৮টি পরিবারের বসত ঘরসহ ১৮টি বাড়ীঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা শৈলকুপার দমকল বাহীনিকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহীনির সদস্যরা ২ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মকসেদ আলীর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমানো জমি বন্ধক রাখা ৩লক্ষ নগদ টাকাসহ অন্যদের ২টা ছাগল, ৫০ মণ ধান, আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এই পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। সরকার ও সমাজের বৃত্তবান মানুষের কাছে সহযোগীতা চেয়েছেন।
এঘটনায় বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উসমান গনি, উপজেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। সেসময় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা, কম্বল, চাল,ডাল, লবন, চিনি, সয়াবিন তৈল, বিস্কুট, চিড়া, মুড়ি, মোমবাতি, ম্যাচ বিতরণ করা হয়।