এইচ এম ইমরানঃ
ঝিনাইদহের শৈলকুপায় মরহুম শিকদার মোশাররফ হোসেন সোনা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় খুলনা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ খেলোয়ারদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দীতা হয়। খেলায় ৩-১ গোলে খুলনা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা উপভোগ করতে আশপাশ এলাকা থেকে হাজার হাজার দর্শকরা ভিড় করে। ফাইনাল খেলাকে ঘিরে ওই এলাকা পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শিশু,কিশোর যুবক, বৃদ্ধরা নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এই খেলা। তাই প্রতিবছর ফুটবল খেলার আয়োজনের দাবী দর্শকদের।
হাকিমপুর ইউনিয়ের চেয়াম্যান শিকদার কামরুজ্জামান জিকুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ ফুটবল খেলা উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান সুমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীব বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমুখ।
গত ১মার্চ হাকিমপুর ইউনিয়নবাসীর আয়োজনে শিকদার মোশাররফ হোসেন সোনা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। এ টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের জন্য নগদ ৬০ হাজার টাকা ও রানার্স অ্যাপ দলের ৪০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন