এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সাংসদ আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সম্পাদক শিহাব মল্লিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীগণ।