শৈলকুপা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈকুপায় সাংবাদিক নামধারী হকার চঞ্চলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার রাতে শৈলকুপা টিএনটি পাড়ার আফান মোল্যার মেয়ে স্বামী পরিত্যাক্তা চোকেলা বেগম থানায় এ লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, শৈলকুপা মধ্যপাড়ার খোয়াজ উদ্দিনের ছেলে পত্রিকার এজেন্ট চঞ্চল মাহমুদ ওরফে কুটে দীর্ঘদিন ধরে চোকেলা বেগমের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ফুসলিয়ে চোকেলা বেগমের কাছ থেকে ২৫,০০০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নেয় লম্পট চঞ্চল। মেয়েটি বিয়ের কথা বললে বিভিন্ন ভাবে কালক্ষেপন করতে থাকে। মেয়েটি বুঝতে পেরে তার দেওয়া ২৫,০০০ হাজার টাকা ও মোবাইল ফেরত চাই। টাকা ফেরত দেওয়ার কথা বলে রবিবার রাত ১০টার দিকে চঞ্চল ও তার দুই বন্ধু চোকেলা বেগমকে শৈলকুপা নতুন বাজার কলারহাটে ডেকে নিয়ে আসে। এরপর তাকে এসব কথা কাউকে না জানানোর জন্য বিভিন্ন হুমকি ধামকি দেয় ও বিয়ে করতে অস্বীকার করে। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে চঞ্চল ও তার দুই বন্ধু মিলে মেয়েটিকে শারিরিক ভাবে বিভিন্ন স্থানে নির্যাতন করে। এছাড়া তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
চোকেলা বেগমে জানান,তাকে বিয়ে করার কথা বলে চঞ্চল তার ব্যবসা প্রতিষ্ঠান শৈলকুপা চৌরাস্তার মোড়ে অবস্থিত প্রিন্ট মিডিয়া পেপার হাউজের দোকানে দীর্ঘদিন রাত্রিযাপন করেছে। এখন সে তাকে বিয়ে করতে অস্বীকার করছে। এ বিষয়ে সে থানায় ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে চোকেলা বেগম নামে এক মহিলা থানায় লিখিত অভিযোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *