স্টাফ রিপোর্টার
সুপেয় পানিই জীবন। অথচ এই জীবনদায়ী উপাদান সুপেয় পানির তীব্রসংকটে ভূগছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবাসী, বিশেষ করে শ্যামনগরের প্রাকৃতিক দূর্যোগ-কবলিত প্রান্তিক জনগোষ্ঠী। প্রাকৃতিক দূর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও ক্রমবর্ধমান লবনাক্ততা বৃদ্ধিতে এ অঞ্চলের সুপেয় পানির উৎসসমূহ ধ্বংস, লবনাক্ত কিংবা দুষিত হওয়ায় সুপেয় পানি সংকটসহ নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে শ্যামনগরবাসী। আশংকাজনক হারে বাড়ছে এ অঞ্চলের প্রান্তিক নারীদের মানসিক, শারিরীক ও অর্থনৈতিক নেতিবাচক প্রভাব।
উন্নয়ন সংগঠন লিডার্স সুপেয় পানিসংকট লাঘবের উদ্দেশ্যে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এ্যাম্বাসী অব সুইডেন-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় ‘ক্রিয়া’ প্রকল্পের অধীনে প্রাকৃতিক দূর্যোগ-কবলিত গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রকল্পভুক্ত প্রান্তিক নারী সদস্যদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনের লক্ষ্যে পানির ট্যাংকসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে। বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তির উপকরণ বিতরণ অনুষ্ঠানটি ৩০ জুলাই ২০২৪ তারিখে লিডাসের্র প্রধান কার্যালয়ে অবস্থিত ক্লাইমেট এ্যান্ড এ্যাডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার, শ্যামনগর, সাতক্ষীরা-তে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ‘ক্রিয়া’ প্রকল্পের নারী, যুব (নারী) ও কিশোরী দলের ৫০ জন সদস্যের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য একটি ১,৫০০ লিটারের পানির ট্যাংক, একটি ফিল্টার, একটি করে ১.৫ ও ৪ ইঞ্চি প্লাস্টিক পাইপসহ যাবতীয় উপকরণ বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক জনাব সাঈদ-উজ-জামান সাঈদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্যামনগর সাতক্ষীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী নজরুল ইসলাম, চেয়ারম্যান, ০৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ; জনাব ফরিদা পারভীন, প্যানেল চেয়ারম্যান, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ; জনাব নীপা চক্রবর্তী, সংরক্ষিত নারী সদস্য (১, ২ ও ৩নং ওয়ার্ড), ০৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ; জনাব হরিদাস হালদার, ইউপি সদস্য (১নং ওয়ার্ড), ০৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ -সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ¦ মাস্টার নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্সের টিম লিডার জনাব অসিত মন্ডল এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা।
উপস্থিত অতিথিবৃন্দ উপকূলের প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি সংকট লাঘবের জন্য লিডার্সের এই পদক্ষেপকে কার্যকরী ও সময় উপযোগী বলে উল্লেখ করেন। পাশাপাশি আরো বেশি প্রান্তিক মানুষকে সুবিধাভুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করে লিডার্সের উত্তরোত্তর সফলতা কামনা করেন।