কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

পরিবহণ শ্রমিকদের অধিকার আদায়, জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

গত ১০ জুন ২০২২ইং তারিখে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাসান আলী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলীর নেতৃত্বে নব-গঠিত কার্যকরী কমিটি দায়িত্ব নেয়ার পর পরিবহণ শ্রমিকদের অধিকার আদায়, জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ শুরু করে। শ্রমিক ইউনিয়নের সদস্যদের মেয়ের বিবাহ, মৃত শ্রমিক সদস্য পরিবারের মাঝে আর্থিক অনুদান থেকে শুরু করে শ্রমিকদের চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। বৈষিক মহামারি করোনার কারণে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিলেও কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের উন্নয়নে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। কুড়িগ্রাম জেলায় প্রাচীনতম শ্রমিক সংগঠন হিসেবে কুড়িগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়নে সোনালী ঐতিহ্য রয়েছে। বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ হাসান আলী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী পরিবহণ শ্রমিকদের যেকোন সমস্যায় সাহায্যের হাত বাড়িয়েছেন। যেকোনো সড়ক দূর্ঘটনায় শ্রমিক পরিবারের কেউ কোনভাবে ক্ষতিগ্রস্ত হলে তাকে উদ্ধারে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন অগ্রণি ভূমিকা রাখছে। ক্লিন ইমেজের নেতৃত্বের কারণে কার্যনির্বাহী কমিটির সকলে সবমহলে সমাদৃত হচ্ছেন।

বিভিন্ন বিষয় নিয়ে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাসান আলী জানায়, গত সপ্তাহে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন শ্রমিক পরিবারে অনুদান হিসেবে প্রায় দেড় লাখ টাকা প্রদান করা হয়েছে এবং চলতি সপ্তাহে আরো শ্রমিক পরিবারের মাঝে লক্ষাধিক টাকা অনুদান প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী জানায়, শ্রমিকদের নিরাপদ শ্রমের অধিকার নিশ্চিত করা এবং শ্রমিকদের জীবন মান উন্নয়নে ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। সবার সহযোগিতায় শ্রমিক পরিবারের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *