শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার সকালে মাঙ্গলিক শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শৈলকুপার আয়োজনে ও শ্রী শ্রী রামগোপাল মন্দির কমিটির পরিচালনায় এক মাঙ্গলিক শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শ্রী শ্রী রামগোপাল মন্দির থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় শ্রী শ্রী রামগোপাল মন্দির কমিটির সভাপতি কালাচাঁদ সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আব্দুস সোবহানসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।