কলমে- মোল্লা হারুন উর রশীদ।

আসছে তীরে
ভন্ডরা সব
তরঙ্গের জোয়ার ভরে।

দিন যায়
রাত যায়
ভন্ডরা চলে চোকলামি করে।

শীত আসে
গ্রীষ্ম আসে
বর্ষায় হৃদয় ঝরে।

এ কেমন ভালবাসা
মানুষের হৃদয়ে
ছলছলিয়ে পরে।

অকালে বলে
বকালে শোনে
ঘারতেরামোরা সব
হুমড়ি খেয়ে
শয়তান গুনে।

পেত আত্বারা মোরে
প্যাঁচার মত
জ্যোৎস্নায় রাতে
ল্যাং মারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *