বিনোদন প্রতিনিধি :
সম্প্রতি রাজধানীর উত্তরায় মনি মহলে শুটিং হাউজে নির্মিত হলো মিঃ ট্রাভের্লাস নামে একটি ট্রাভেলস এন্ড ট্যুরিজম অনলাইন কোম্পানির বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি নির্মাণ করলেন নির্মাতা সঞ্জীব দাস।

বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন – সাব্বির আহমেদ , সামান্তা শিমু,মুনিয়া আলম।ভিডিও চিত্রায়ন করেছেন এ আর আলম,এডিট কালার বিন্যাস করেছেন আল মামুন।,সহযোগী পরিচালক হিসাবে কাজ করেছেন খান সোহেল। খুব শিঘ্রই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

নির্মাতা সঞ্জীব দাস বলেন, মিঃ ট্রাভের্লাস নামে বিজ্ঞাপনটি অসাধারন একটি গল্প। মডেল হিসাবে সাব্বির ও সামান্তা শিমু দুজনের গল্পে রসায়নটা ভালো ছিলো। দর্শকরা বিজ্ঞাপনটা ভালো ভাবে গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *