মোঃ আশতাব হোসেন

একটি জান ও এক খিলি পানের দামের মধ্যে
তফাতের আয়তন লক্ষ্যণীয় নয় তেমন,
বাজি ধরার পরিমাণ যতো বড় হয় হোক
অনুতাপ নেই বাজিকরের মাতাল মনে।

একটি দিয়াশলাইয়ের কাঠির বারুদ দাঁপিয়ে
নিমিষেই ডেকে আনে ভয়াবহতার নজির,
অঢেল সম্পদের গলায় পরিয়ে দেয় লাল মালা
তার পরেই ভস্ম করে পাঠিয়ে দেয় বায়ুর পৃষ্ঠে।
তুচ্ছ খাটো নগণ্য নয় একটি সুচও।

মানুষই সৃষ্টি করে মানুষের মরণ ফাঁদ
সৃষ্টি করছে মহাকাশ বিজলী যান ভ্রমণে।
মহাকাশের সদস্যদের খুঁজে বের করে নিয়ে আসছে
ভিতরের রহস্যময় নাড়িভুড়ি জ্ঞানে পেঁচিয়ে।
এই মানুষকে ভয় পাচ্ছে এখন ভিনগ্রহের বাসিন্দারা।

সেখানে গিয়ে গোল পাকিয়ে করতে পারে
যেনোতেনো কাণ্ড ক্ষমতার উচ্চমাত্রার আকাশ কম্পনে।
স্রষ্টার সাথে বাড়াবাড়ি অন্য কেউ নয় মানুষই করেছে
আপন শক্তি প্রদর্শন ডারউইনের মতবাদ ভেলায় চরে।
পশুপাখি নয় মানুষই মানুষের শত্রু,
নিজেরাই কমাচ্ছে শ্রেষ্ঠত্ব সনদ মূল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *