এজি লাভলু, ঢাকা ব্যুরো চিফ: সন্ধানী ডোনার ক্লাব গাইবান্ধা কর্তৃক আয়োজিত জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২২ উপলক্ষে বনাঢ্য র্যালি ও আলোচনা সভায় গাইবান্ধা জেলা বিএম এর সভাপতি ডাক্তার মতিউর রহমান, গাইবান্ধা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুব আলম এবং গাইবান্ধা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডাক্তার শাহিনুল ইসলাম মন্ডল শাহীন এবং গাইবান্ধা টিভি হাসপাতালের কনসালর্টেন্ট ডাক্তার নাজমুল হুদা রনি, সিভিল সার্জন গাইবান্ধা কার্যালয়ের এমওডিসি এবং এমওসিএস সহ জেলা হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ এবং নার্সেসবৃন্দ, সন্ধানী গাইবান্ধা ডোনার ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।