মো: নাজমুল হুদা মানিক ॥ করোনা যুদ্ধে ডাক্তার, সাংবাদিক, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, প্রশাসনিক কর্মকর্তাসহ সম্মুখ সারির যোদ্ধাদের স্মরণে ও উৎসাহিত করতে ময়মনসিংহে ৩ মিনিটের করতালি অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর সড়কের অলকা নদী বাংলা কমপ্লেক্সের সামনে এ অনুষ্ঠান হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ,বঙ্গবন্ধু শিশু একাডেমী, অনসাম্বল থিয়েটার, বাংলার মুখসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক দিয়ে সামাজিত দুরত্ব বজায় রেখে করতালি অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক ইাঞ্জনিয়ার নুরুল আমিন কালাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক ড. সিরাজুল ইসলাম, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন, সাধারন সম্পাদক কবি শরিফুল ইসলাম সরকার, অনসাম্বল থিয়েটারের আবুল মনসুর, বাংলার মুখ সদস্য মাহমুদা হোসেন মলি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এতে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন