জুড়ী প্রতিনিধি
যুক্তরাজ্যের লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট,সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার,ছাত্রলীগ নিয়ে গালাগালি করার কারনে জুড়ীর সাবেক নেতা এবাদুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করেছেন এক ছাত্রলীগ নেতা।
গত রবিবার(১৬জানুয়ারী ২২)রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন জুড়ী থানায় এ জিডি করেন।জিডিতে তিনি উল্লেখ করেন,উপজেলার জায়ফর নগরের এবাদুর রহমান ২০১১ সাল পর্যন্ত দেশের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়াকালীন সময়ে স্বাধীনতা বিরোধী সংগঠন ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর সে যুক্তরাজ্য চলে যায়।সেখানে গিয়ে সরকারের বিভিন্ন ভালো কাজের মিথ্যা সমালোচনা,সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন সময় গালাগালি করে পোস্ট দেয়।এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে।ছাত্রলীগের একজন নেতা হিসেবে দূতাবাসের মাধ্যমে তার আইনানুগ ব্যবস্থার প্রয়োজন।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী বলেন,এবাদুর রহমান সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচারের কারনে ছাত্রলীগের নেতা এ জিডি করেছেন।আসামী যেহেতু বিদেশে তদন্তের মাধ্যমে সাইবার আইনে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শিবির নেতা এবাদুর রহমান দেশে থাকাবস্তায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিল,তার নামে তখন কয়েকটি মামলা ও ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *