আল আমিন হাসান ,
জামালপুর সরিষাবাড়ী পৌরসভা খ শ্রেণী থেকে ক শ্রেণীতে উন্নীত হওয়ায় পৌর মেয়র মনির উদ্দিন ও পৌর কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে ।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বাউসী বাজার বণিক সমিতির উদ্যোগে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয় । এ সময় পৌর মেয়র মনির উদ্দিন ও কাউন্সিলরদের ফুলের শুভেচ্ছা জানান পৌর শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
সংবর্ধনা অনুষ্ঠানে বাউসী বাঙালী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ বাহাদুর আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সরিষাবাড়ী পৌর সভার প্যানেল মেয়র আব্দুল হক তরফদার, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাসুদ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে গানের সুরে মঞ্চ মাতান সঙ্গীত শিল্পী হাসান (আর্ক) ।