হারুন উর রশিদ সোহেল রংপুর প্রতিনিধি.
সমকালের সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল খবর সংগ্রহ করতে গিয়ে ঘাতকের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকসহ সুশীল সমাজ। রংপুর প্রেসক্লাবের সামনে এক ঘন্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমকাল রংপুর অফিস প্রধান ইকবাল হোসেন। বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, রংপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলী আশরাফ,রংপুরের প্রবীন সাংবাদিক আবদুস সাহেদ মন্টু, সাবএডিটর কাউন্সিলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহাবুবুল ইসলাম, মানিক সরকার মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, সাধারন সম্পাদক হাসেম আলী, সাংবাদিক জাভেদ ইকবাল, এসএম পিয়াল, হুমায়ুন কবির মানিক, একেএম মইনুল হক, ফরহাদুজ্জামান ফারুক,হারুন উর রশিদ সোহেল, জিতু কবির, মিঠাপুকুর প্রেসক্লাবের হাবিবুর রহমান সোনা, সবুজ আহমেদ, সাংবাদিক মহিদউদ্দিন মখদুমি, ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ। বক্তারা অবিলম্বে আবদুল হাকিম শিমুল হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। তা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। মেয়র ঝন্টু সাংবাদিক হত্যাকান্ডে সব ধরনের সহযোগিতা এবং আন্দোলনে পাশে থাকার কথা বলেন।