রংপুর প্রতিনিধি.
দৈনিক সমকাল পত্রিকায় সিরাজগঞ্জে শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাংবাদিক সংস্থা রংপুর বিভাগীয় কমিটির উদ্যেগে রংপুর প্রেসক্লাব চত্তরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় স্থায়ী পরিষদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় সভাপতি নুরুজ্জামান প্রধান এর সভাপতিত্বে বিশাল মানববন্ধনে ও প্রতিবাদ সামবেশে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ, এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর ব্যুরো প্রধান মাহাবুবুল ইসলাম, একুশে টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল, বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফখরুল আনাম বেঞ্জ, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিভাগ উন্নয়ন পরিষদ আন্দোলনের আহবায়ক ওয়াদুদ আলী, রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, সাংবাদিক সংস্থা বিভাগীয় কমিটির সহ-সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক নজরুল মৃধা, জেলা কমিটি সভাপতি রবিউল ইসলাম সরকার বাবলু, মহানগর কমিটির সভাপতি বাবলু নাগ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, আসাদুজ্জামান আফজাল, মিরু সরকার, আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, জিতু কবির, হারুন উর রশিদ সোহেল, জোবায়ের আলী পান্না, রেজাউল করিম জীবন, ইমরোজ হোসেন ইমু, এস এ লিটন,তুষার, হিমেল, সম্রাট, স্বাধীন, সহ রংপুরের কয়েক শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করেন।