বিশেষ প্রতিনিধ মোঃখলিলুর রহমান
নগরি চট্রগ্রাম ইপিজেড থানাধীন
রেলবীট বায়তুল আমান জামে মসজিদ
প্রংগনে সাংবাদিক নির্যাতন ও সকল
সাংবাদিক হত্যার খুনিদের দৃস্টান্ত
মুলক
শাস্তির দাবিতে সাংবাদিক শিমুল
হত্যার
শোকসভা ও মিলাদমাফিল । প্রচারে
গনমাধ্যম মানবধিকার সংস্থার পক্ষ
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে
শোকসভা পালন করে সকল
সাংবাদিকরা । এবং প্রধান অতিথি
হিসাবে উপস্থিত
ছিলেন চট্রগ্রাম ৩৮নং ওয়ার্ডের এবং
বন্দর ও পতেগ বাংলাদেশ মানবধিকার
সংস্থার সভাপতি হাজি মো:ইকবাল ,
তার বক্তবে বলেন। সাংবাদিক হল
দেশও জাতির বিবেক। তাই
সাংবাদিকদের প্রতি আমাদের
ভালোবাসা ও আন্তারিক শুভেচ্ছা ও
অভিনন্দন একজন সাংবাদিক পারে
একটি দেশকে রক্ষা করতে একজন
সাংবাদিকের কাজ হল সত্যে ঘটনাকে
সাধারন জনগনের প্রতি তুলে ধরা, এই
বলে যে একজন সাংবাদিকে অসম্মান
করবে সেটা মোটেই ঠিক না,
সাংবাদিক হল দেশ ও জাতির বন্ধু
একজন সাংবাদিকে কোন ভাবেই
নির্যাতন করা বা কোন হয়রানি করা
এটা মোটেই ঠিক না, আমি সবসময় একটা
কথা বলে আছি, যে আমরা হলাম
দেশের সেবক তাই দেশের ভালো মন্দ
নিয়ে সাধারন মানুষের পাশে
দাড়ানো আমাদের কাজ, এবং আমি
প্রশাসনকে বলি, আপনারা
সাংবাদিকদেরকে হঠাৎ করে হয়রানি
মুলুক ভাবে তার সাথে কোন ধরনের
ব্যবহার খারাপ করবেন না । আল্লাহ
তালা বলেছে একজন মুসলিম হল আর
একজন মুসলিমের ভাই , সে হক প্রশাসন বা
বড় কোন নেতা, এবং সাংবাদিক তার
সত্যে ঘটনার জন্য একজন নেতাকে বলতে
পারে তার সত্যে ঘটনার জন্য, সেই বলে
তো একজন সাংবাদিক এর উপর এই ধরনের
নির্যাতন করা আমি মনে করি মোটেই
ঠিক হয় নি, এবং একজন সাংবাদিক সে
ও এই দেশেরি নাগরিক, এবং একজন
সাংবাদিক সে কখনেই সত্যে ছাড়া
মিথ্যা নিউজ করতে পারে না,
সাংবাদিকরা যখন লেখে তখন তারা
সবকিছু যাচাই বাচাই করে একটি নিউজ
করে,। এবং হাজি ইকবাল তার বক্তাবে
আর ও বল সমকালের সাংবাদিক
শিমুলকে আল্লাহ তালা বেহেস্ত
নসিব করুক। এবং ন্যাশলাল প্রেস
সোসাইটি সাধারন সম্পাদক গোলাম
মোস্তাফা তালুকদার তার বক্তাবে
বলে আমরা সকল সাংবাদিক একযোগ
হয়ে সবসময় হাতে হাত কাদে কাদ
মিলিয়ে দেশ জাতিকে যেন রক্ষা
করতে পারি, এবং সকল
সাংবাদিকদেরকে ঔকৈজোট হয়ে
কাজ করার জন্য সাংবাদিক গোলাম
মোস্তাফা তালুকদার এগিয়ে আশার
অনুরোধ যানায়। এবং আর ও বক্তব রাখেন
চট্রগ্রাম জজ কোটের সিনিয়ার এ্যাড
ভোকেট বরকত উল্লাহ খান ,
সাংবাদিক হল আমাদের বন্ধু
সাংবাদিক হল এদেশে চাবিকাঠি
এবং একজন সাংবাদিক তাকে এই
ভাবে নির্যাতন করা মোটেই ঠিক না
আমরা সমকাল পেপারের সাংবাদিক
শিমুল ভাই এর জন্য দোয়া করি আল্লাহ
তালা” ওনাকে বেহেস্ত নসিব করুক
আমিন।আরও বক্তাব রাখেন চট্রগ্রাম
সংবাদ এর সম্পাদক এম খাইরুল আমিন
সাগর। সে তার বক্তাবে বলেন, আমরা
যদি একটা সত্যে ঘটনা সাধরন মানুষের
মাঝে তুলে ধরি এবং সেই নিউজটি
যখন টিভিতে বা কোন পেপারে এবং
একপয্যয় দেখা। যায় যেখান থেকে
আমরা নিউজটি কারেক্ট করি, এবং
নিউজটি যখন পাবলিস হয়, সেই নিউজটি
নিয়ে প্রশাসনের কিছু ব্যক্তি আছে,
সেটাকে সত্যে নিউজ না ভেবে
মিথ্যা নিউজ হিসাবে তারা সেই
সাংবাদিকে হয়রানি করে, এবং
কেনো করে তার কারন হল, সত্যে ঘটনা
তুলে ধরলে, তখন প্রশাসনের কেউ টাকা
খাইতে পারে না, তাই তখন
ঔসাংবাদিক হয় নির্যাতনের শিকার।
এবং আর ও বক্তাব রাখেন ডিজিটাল
আন্তার্জাতিক মানবধিকার সংস্থার
চট্রগ্রাম জেলার ও চ্যানেল সেভেন এর
বিভাগীয়ও
বুরো প্রধান মোস্তাফিজুর রহমান , এবং
তার বক্তাবে বলেন, আমরা
সাংবাদিক এক জাতি এক দেশ
ঔকৈবন্ধ বাংলাদেশ, এবং
সাংবাদিক হল দেশের বিবেক
সাংবাদিকরা কখনেই মিথ্যাকে প্রশয়
দিতে পারে না সাংবাদিকদের
কাজ হল, একটি সত্যে ঘটনাকে দেশ ও
জাতির কাছে তুলে ধরা, একজন
সাংবাদিক যখন ভালো কিছু তুলে
ধরে, তখন সাংবাদিক হয়ে যায় সকলের
শত্রু এবং তখন সাংবাদিক শিমুল এর মত
নির্যাতিতো হতে হয় বা জীবন দিয়ে
তাকে প্রয়স্তিত করতে হয়, এবং এই
দেশে সাংবাদিকরা ভালো কিছু
সাধারন মানুষের কাছে বা দেশের
কাছে কিছুই তুলে ধরতে পারে না, ।
একটি কলম হল দেশের সেবায় সবসময়
এগিয়ে আসে, এবং কিছু শ্রনীর মানুষ
তাদেরকে কেনো দেখতে চায় না,
এবং আমি সকল সাংবাদিকদেরকে
বলি আজকে পড় থেকে কোন ধরনের
সাংবাদিকদের উপর কোন নির্যাতন
চলবে না, আসুন আমরা সকল সাংবাদিক
ঔকৈবন্ধ হই। এক শিমুল মরে গেছে, আমরা
আরও সত শিমুলকে জন্ম দেই আর কোন
সাংবাদিক কে যেন প্রান না দিতে
হয় সেব্যাপার সরকারকে সকল
সাংবাদিকদের প্রতি নজর দিতে হবে
সাংবাদিক তো কারও কোন সময় খতি
চায় না, সাংবাদিকরা চায় দেশের
মানুষকে ও জাতিকে সুন্দর একটি দেশ
হিসাবে উপহার দিতে, । এবং আর ও
উপস্থিত ছিলেন ন্যাশলাল প্রেস
সোসাইটির সহসভাপতি ডা:সুরুজ্জামান
এবং আব্দুল বারেক। আব্দুল সাদেক । এবং
মামুন পঞ্চসাইড মুরাদ রনি এবং আর ও
উপস্থিত ছিলেন ডিজিটাল
আন্তার্জাতিক মানবধিকার সংস্থার
মানিকছরি থানা প্রধান মো:শাহজান
এবং ডিজিটাল আন্তার্জাতিক
মানবধিকার সংস্থার বাইজিদ থানার
প্রধান ও দৈনিক বিশমানচিএ পেপারে
বাইজিদ থানার প্রতিনিধি রেজাউল
হক এবং আর ও উপস্থিত ছিলেন
ডিজিটাল আন্তার্জাতিক
মানবধিকার সংস্থার বন্দর ও ইপিজেড
থানার প্রধান এবং দৈনিক
লাক্ষোকন্ঠ পেপারে বন্দর থানা
প্রতিনিধি মো:ইসলাম হোসেন, এবং
আর ও উপস্থিত ছিলেন, কিজটিভির
চট্রগ্রাম বিভাগীও প্রধান। মো:
সালাহউদ্দিন কাদের । ক্রাইম ডাইরীর
রির্পোটার হোসাইন মো:মিন্টু । ও
বিডি নিউজ টিভির রির্পোটার
মো:শহিদুল ইসলাম। মো:শাহ আলম
ভোলা সমিতির সহ সভাপতি, সহ আরও
অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন