মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২১-২০২২ সাল মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কাজী হায়াৎ-এস এ হক অলিক পরিষদে সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব হিসাবে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন হৃদয় জুড়ে খ্যাত নির্মাতা রফিক সিকদার।
এ ব্যাপারে নির্মাতা রফিক সিকদার জানান ,মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, চলচ্চিত্র পরিচালকেরা জাতির বিবেক। প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য পিতৃতুল্য অগ্রজ, সমবয়সী সুহৃদ সহযোদ্ধা, স্নেহাশীষ ভাই ও বোনেরা- আন্তরিক প্রীতি, অভিবাদন ও সালাম গ্রহণ করুন। আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২১/২০২২ সাল মেয়াদী আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে কাজী হায়াৎ—এস এ হক অলিক পরিষদ থেকে সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে আমি প্রার্থী হয়েছি। পরিস্রুত রক্ত আর শুদ্ধ ঘামের বিনিয়োগে প্রাণের এই সংগঠনটির একজন সেবক হওয়ার ইচ্ছা নিয়ে আপনাদের মূল্যবান ভোট, পরামর্শ ও দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি নির্বাচিত হতে পারি।