মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি,
অভিনব কৌশলে প্রাইভেটকারের তেলের ট্যাংকের ভিতর স্প্রাইটের বোতলে লুকিয়ে পাচারকালে সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ২৩,৪০০ (তেইশ হাজার চারশত) পিস ইয়াবা, ২০০ (দুইশত) গ্রাম ভাঙ্গা ইয়াবা সহ সর্ব মোট ২৫৪০(দুই হাজার পাঁচশত চল্লিশ) গ্রাম ইয়াবা, মুল্য অনুমান ছিয়াত্তর লক্ষ বিশ হাজার টাকা ও পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ গ্রেফতার ০১ জন।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুজন কুমার দে, এসআই (নি:)/ দুলাল হোসেন ও এসআই(নি:)/ শেখ সাইফুল আলম সংঙ্গীয় ফোর্সসহ ১৫/০৬/২০২১খ্রি: ভোর রাত ০২:৩০ টায় সাতকানিয়া ধানাধীন কেরানীহাট তেমোহনী এলাকায় জনৈক নিজাম উদ্দিনের এলপিজি পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে অভিনব কৌশলে প্রাইভেটকারের পিছনের সিটের নীচের এসি পাম্পের মুখ দিয়ে তেলের ট্যাংকের ভিতর ৬টি ৫০০ মি. লি. স্প্রাইটের বোতলে ভিতরে ও বাহিরে পলিথিন ও স্কস টেপ মুড়িয়ে লুকিয়ে পাচারকালে ২৩,৪০০ (তেইশ হাজার চারশত) পিস ইয়াবা, ২০০ (দুইশত) গ্রাম ভাঙ্গা ইয়াবা সর্বমোট ২৫৪০ গ্রাম (দুই কেজি ৫৪০ গ্রাম) মূল্য অনুমান ছিয়াত্তর লক্ষ বিশ হাজার টাকা ও পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ- ১৪-৫০১৬) আসামী ০১।
আসামী মোঃ সাজ্জাদ@ সোহেল (৩১) পিতা মো: বাদশা মিয়া সাং বামারবাগ , ৯ নং ওয়ার্ড কুতুবপুর ইউ. পি থানা ফতুল্লা জেলা নারায়নগন্জ বর্তমান সাং কাটাইল থানা দ: কেরানীগন্জ , ঢাকা কে গ্রেফতার করেন এবং পলাতক আসামী মো: সোহেল (৩০) পিতা মো: শাহজাহান মাতাব্বর সাং তক্তার মাঠ, শেখের চর, কুতুবপুর, ফতুল্লা জেলা নারায়নগন্জ দের বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলা নং ১৩ তাং ১৫/০৬/২০২১ ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(গ)/৩৮/৪১ রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।