লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার সাপটানা পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের শ্রেনী কক্ষে অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মা সমাবেশে শিক্ষার্থীদেরকে বাড়িতে নিয়মিত সাবান দিয়ে হাতধোয়া, সামাজিক দুরত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাসুচির নিয়ম অনুযায়ী মুখে মাস্ক পড়া, স্কুলে এসে একই জায়গায় বসে নিয়মিত ক্লাস করা ও স্কুলে এসে শিক্ষকদের নির্দেশনা মোতাবেক ক্লাস করার বিষয়ে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের উদ্দেশ্য আলোচনা এবং অভিভাবকদের মাঝে মাস্ক বিতরণ করেন, প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র রায়।

সমাবেশে, উপস্তিত পঞ্চম শ্রেণীর ছাত্র প্রীতমের বড় ভাই তন্ময় বলেন, আজকে অভিভাবকদের নিয়ে শিক্ষকরা আলোচনা করবেন জেনে এসেছি। স্যার ও ম্যাডামদের সচেতনতা ও শিক্ষনীয় আলোচনা গুলো খুবই ভালো লাগলো।
এ সময় সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক, সুধীর চন্দ্র বর্মন, সহকারী শিক্ষিকা, দিল আফরোজ, সুমনা আক্তার সহ শিক্ষার্থীদের অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন