মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করার জন্য সদর ইউনিয়ন পরিষদের উদ্যেগে নগদ অর্থ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সদর ইউনিয়নে অবস্থিত ৭টি মন্দিরের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী। পরবর্তী সময়ে ৬টি মন্ডপে ২ হাজার ও একটি মন্দিরে ৩ হাজার টাকা সহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, রেজাউল হক, ইউপি সচিব মহিদুল হক লিপু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।