মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্বাস উল্লাহ সিকদার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়নতনে সাপাহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতারের সভাপতিতে অনুষ্ঠিত্ব উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, আনন্দ টেলিভিশনের সাপাহার উপজেলা প্রতিনিধি নিখিল বর্মন , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী, সাংবাদিক মনিরুল ইসলাম, সোহেল চৌধুরী রানা, রতন মালাকার, প্রদীপ সাহা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরিুজ্জামান সমাপন, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাসেল রানা, গোয়ালা ইউপি যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাপাহার থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আব্দুল কাদের।