মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
“পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে বিডি ক্লিনের উদ্যেগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সংগঠনের নির্ধারিত শপথ পাঠ শেষে বিডি ক্লিন সাপাহার এর সমন্বয়ক বোরহান সুলতানের নের্তৃত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ঘন্টাকাল ব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত থেকে উক্ত পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, সাংবাদিক মনিরুল ইসলাম সহ বিডি ক্লিনের ৩০ জন পরিচ্ছন্ন কর্মী।
উপজেলা পরিষদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পরিবেশ ধ্বংসকারী পলিথিন সহ সব ধরণের ময়লা আবর্জনা পরিস্কার করেন পরিচ্ছন্ন কর্মীরা।
এসময় বিডি ক্লিনের সকল সদস্যদের এ সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী তৎসঙ্গে এ ধরণের কাজ অব্যহত রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি।