মোরশেদ মন্ডল ,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় নওগাঁর সাপাহারে অসহায়,দুঃস্থ মানুষের সেবা করছেন ছাত্রলীগ কর্মী অপু রাসেল।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলাম একজন অনাহারী দুঃস্থ ব্যক্তির কিছু সাহায্যের জন্য ছাত্রলীগকর্মী অপু রাসেলের স্বরণাপন্ন হয়ে ফোনে যোগাযোগ করেন। যোগাযোগের সাথে সাথেই অপু রাসেল ওই দুঃস্থ ব্যক্তির নিকট নিজে পৌঁছে গিয়ে নিজ উদ্যেগে ২প্যাকেট আটা, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল , ২টি সাবান ও একটি মাস্ক প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ৪মার্চ ছাত্রলীগ তর্মী অপু রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নিজ উদ্যেগে ১প্যাকেট আটা, ২শ’ ৫০ গ্রাম ডাল, ১টি সাবান ও ১টি কওে মাস্ক বিতরন করেন। এই ক্রান্তিলগ্নে তার এ মহতি উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন