নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
সারাদেশে ৬০ টি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিমার্জিত শিক্ষাক্রমের ট্রাই আউট কার্যক্রম বাস্তবায়নে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ার ছড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অবহিত করণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
এসময় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান, শিক্ষার্থী ও অভিভাবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে সকালে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয় মাদ্রাসার শিক্ষার্থীরা।