ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহামারী করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাবেক ছিটমহল দাসিয়ার ছড়ার ২শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার,সাবেক ছিটমহলের দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের অর্থায়নে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় প্যাকেট প্রতি ১হাজার টাকা মূল্যের চাল, ডাল, চিনি ও তেল বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল ইসলাম সিদ্দিকী, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত , ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি,(তদন্ত) সরওয়ার পারভেজ সহ আরো অনেকে।