এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
দৈনিক যুগান্তর পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আক্কাস সিকদারসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, জামালপুরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন এবং পেশাগত দায়িত্ব পালনে হুমকির প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। মঙ্গলবার সকালে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সাংবাদিক জাহিদ হাবিব, বজলুর রহমান, কাফি পারভেজ, আনোয়ার হোসেন মিন্টু, মোস্তফা মনজুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন ক্রমেই বেড়েই চলেছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। কিন্তু যখনই কোন দুর্নীতি বা অন্যায় কিছু তার লেখুনির মাধ্যমে তুলে ধরা হয় তখনই সাংবাদিকদের নির্যাতন ও মামলায় জড়ানো হয়। অবিলম্বে সাংবাদিকদের উপর নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ মামলায় জড়ানো সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *