ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর তদন্ত ও বিচার এবং অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জয়পুরহাট জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন।
আজ ১ মে শনিবার জয়পুরহাট জেলার পাঁচুরমোড়ে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জেলা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ, বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, জেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যখন মহামারী চলছে তখন শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা একদিকে শ্রমিকের বুকে গুলি চালাচ্ছে অন্যদিকে নারীর উপর বর্বর নির্যাতন করছে। শিল্পপতিদের মুনাফা লাভের হিংস্র শিকার হচ্ছে শ্রমিকরা আর তাদের লালসার বর্বর শিকার হচ্ছে নিরুপায় নারীরা। বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকলেও নারী নির্যাতনের ক্ষেত্রে বিচার চাওয়াটাই যেন প্রহসন। তাই মুনিয়ার আদ্যপান্ত মিডিয়ার সামনে আসলেও আনভীর থেকে যাচ্ছে পর্দার অন্তরালে। সারাদেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটতে থাকলেও কোন ক্ষেত্রেও উল্লেখযোগ্য বিচার বা শাস্তির ব্যবস্থা দৃশ্যমান নয়।