ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবীতে সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট পালন করছে আমদানী রপ্তানী কারক সমিতি।
উল্লেখ্য, গত রোবাবার উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও সিএন্ডএফ এজেন্টের সভাপতি সরকার রকীব আহমেদ শিলখুড়ি ইউনিয়নে আওয়ামীলীগের কাউন্সিল করার জন্য যাবার পথে শিলখুড়ি আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা রকীবের জীপগাড়ি আটকিয়ে তাকেসহ ৪ নেতাকর্মীকে লাঞ্চিত করে। এব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতিসহ ১৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এঘটনায় শিলখুড়ি ইউনিয়ন সভাপতিসহ ঐ ইউনিয়নের ৫ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ। পুলিশ আবু হানিফ নামে যুবলীগের সাবেক সভাপতিকে আটক করলেও মুল আসামীকে আটক না করায় এধর্মঘট পালন করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানী রপ্তানী কারক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক। সিএন্ড এফ এসোসিয়েশনের সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান জানান, সিএন্ড এফের সভাপতির উপর হামলা এবং আসামীদের গ্রেফতারের দাবীতে ১ দিনের ধর্মঘট পালিত হচ্ছে। সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষের এডি গিয়াস উদ্দিন জানান, আজ মঙ্গলবার পোর্টে ধর্মঘট পালিত হচ্ছে। ফলে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন