জাগির হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
চলতি মাস থেকেই চলছে টানা বর্ষন। এমন সিলেটে বর্ষন আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর। আর পানি উন্নয়ন বোর্ডের শঙ্কা এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে এবার সিলেট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১ জুন থেকে ১৯ জুন বিকেল পর্যন্ত সিলেটে ৭৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, সিলেটে জুন মাসে ৮১৫মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক। তবে আগামী দুই দিন (মঙ্গল ও বুধবার) সিলেটে আরো ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতহওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টিপাতের স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যাবে।