মোঃ আলাল আহমদ :
বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার :
সিলেটে রুনা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুh লিশ। সে উপজেলার ভোলাগঞ্জ আদর্শ গ্রাম এলাকার আবুল কালামের স্ত্রী।
সোমবার রাত ৯ টা ৪৫ মিনিটে থানার এস.আই হিরক সিংহের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে। কারণ সিলেট জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে।