এসএম আসাদুজ্জামান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে নিখোঁজের তিন দিন পর ভারতীয় যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় নয়ারহাট সাব থানার পুলিশ সদস্যরা। মৃত ব্যক্তি হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নারায়নগঞ্জ এলাকার আকবর আলীর পুত্র জোনাব আলী (৩৫)।
সীমান্তবাসীদের সুত্রে জানাগেছে, বুধবার বিকালে উপজেলার নাওডাঙ্গা ্গোরক মন্ডল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার-৯২৯ এর সাব পিলার নং-৩ এস থেকে ২শ গজ দুরে ভারতের অভ্যান্তরে মরাকুটি গ্রামের ছড়ার পানিতে যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে নয়ারহাট সাব থানার পুলিশ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি গোরকমন্ডপ ক্যাস্পের হাবিলদার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।